ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
পোস্ট ডেস্ক :
ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরও ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর রয়টার্সের।
ইরানের ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাচ্ছে।