মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র ফেরিঘাট এলাকা

Published: 21 September 2022

বিশেষ সংবাদদাতা :

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানান, বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেলে আগুন দিলে পুলিশও গুলি বর্ষণ করে।

সংঘর্ষে দুইপক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে কোনো পক্ষই আহতদের সংখ্যা বা পরিচয় জানাতে পারেনি।

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।