ইতালির কাছে হার, দুঃসময় কাটছেই না ইংল্যান্ডের

Published: 24 September 2022

পোস্ট ডেস্ক :


উয়েফা নেশনস লীগে ৫ ম্যাচ খেলেও জয়ের মুখ দেখলো না ইংল্যান্ড। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হেরেছেন হ্যারি কেইনরা। ২০১৪ সালের পর প্রথমবার টানা ৫ ম্যাচে জয়হীন তারা। মাত্র ২ পয়েন্ট থাকায় ‘এ’ লীগের ৩ নম্বর গ্রুপে তলানিতে অবস্থান দলটির। ইতালির কাছে হেরে নেশনস লীগের এলিট গ্রুপ থেকে নিচে নেমে গেলো ইংল্যান্ড। এ কারণে ২০২৪ ইউরো বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়তে পারে তারা।

গত জুনে নেশনস লীগের প্রথম সাক্ষাতে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড-ইতালি। শুক্রবার মিলানের সান সিরো স্টেডিয়ামে প্রথমার্ধে জালের দিশা পায়নি কোনো দল। প্রথম ৪৫ মিনিটে উল্লেখযোগ্য আক্রমণই দেখা যায়নি। তবে বিরতির পর প্রাণ ফেরে ম্যাচে। ৬৮তম মিনিটে ডেডলক ভাঙেন জিয়াকমো রাসপাদোরি।

তার গোলে এগিয়ে যায় ইতালি। শেষ দিকে দু’বার হ্যারি কেইনের শট আটকে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা।
আক্রমণভাগে কেইন, রাশফোর্ড, জ্যাডন সানচো, ফিল ফোডেন, জুড বেলিংহামের মতো তারকা থাকা সত্ত্বেও ওপেন প্লে থেকে ৪৯৫ মিনিট কোনো গোল করতে পারেনি ইংল্যান্ড। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইংল্যান্ড দলে আত্মবিশ^াসের ঘাটতি চরমে। আগামী সোমবার ওয়েম্বলিতে নিজেদের শেষ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ‘থ্রি লায়ন্স’ খ্যাত দলটি।