কিয়েভে জার্মান দূতাবাসে রাশিয়ার হামলা
পোস্ট ডেস্ক :
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। জার্মান মিডিয়া বিল্ড’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন উইওয়ান নিউজ। তবে যুদ্ধ শুরু হওয়ার পর ওই ভবনটি আর ব্যবহার করা হয় না। ইউরো নিউজের খবর অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মান দূতাবাসের ভিসা অফিস। এই হামলা সম্পর্কে টুইট করেছেন বার্লিনে অবস্থানরত রাশিয়ায় জন্মগ্রহণকারী সাংবাদিক সের্গেজ সুমলেনি। তিনি টুইটে লিখেছেন, কিয়েভে জার্মান দূতাবাসের ভিসা অফিস যে ভবনে তা সোমবার রাশিয়ার হামলার শিকার হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে জার্মানি। এর সামান্য পরেই ওই হামলা হয়েছে। ইউক্রেনকে দৃঢ়ভাবে সমর্থনকারী জার্মানি। তারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে জোরালো কণ্ঠও। ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।