আশিকুর রহমান আশিক ‘ফ্রিডম অব দ্যা সিটি অব লন্ডন’ উপাধিতে ভূষিত
পোস্ট ডেস্ক :
কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে মানুষের কল্যাণে কাজ করায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র সভাপতি ও ব্রিটিশ চ্যারিটি সংস্থা ‘দ্যা হিউম্যানিটারিয়ান লাইভ ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান আশিকুর রহমান লন্ডনের প্রথম শ্রেনীর নাগরিকের মর্যাদা লাভ করেছেন। তাকে ‘ফ্রিডম অব দ্যা সিটি অব লন্ডন’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
সম্প্রতি সিটি অব লন্ডনের পক্ষ থেকে তাকে মর্যাদাপূর্ণ এই উপাদিতে ভূষিত করা হয়।
এদিকে বিয়ানীবাজারের সন্তান আশিকুর রহমান আশিক সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘ফ্রিডম অব দ্যা সিটি অব লন্ডন’ উপাধিতে ভূষিত হওয়ায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহিবুর রহমান মুহিব সংগঠন দ্বয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান। সোমবার আশিকুর রহমান আশিক এর সাথে দেখা করে তিনি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।