দুদিনে ইউক্রেনে ৩০ বার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

Published: 28 October 2022

পোস্ট ডেস্ক :


গত ৪৮ ঘণ্টায় ইউক্রেনে ৩০ বার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এমন দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর রুশ বাহিনী এ পর্যন্ত ৪৫০০ ক্ষেপনাস্ত্র ও ৮ হাজার বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির।

কিয়েভে ভূপাতিত হওয়া ইরানের শাহেদ ড্রোনের সামনে দাঁড়িয়ে জেলেনস্কি মস্কোর বিমান বাহিনীর টুটি চেপে ধরার অঙ্গীকার করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার যত্রযত্র ড্রোন ব্যবহারের বিষয়ে সতর্ক করার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি করেন।

কানাডার রাজধানী অটোয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক লোকদের হত্যায় প্রযুক্তি ব্যবহার করছে। তারা ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও আগুন সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে।

পশ্চিমারা মনে করেন, রাশিয়াকে বহু সংখ্যক ড্রোন দিয়েছে ইরান। যদিও মস্কো ও তেহরান বিষয়টি অস্বীকার করছে।

সম্প্রতি ইউক্রেনের বেসামরিক লোকজনের স্থাপনায় হামলা জোরদার করে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে রাশিয়া।