এডুগ্লোবাল যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে মাতৃভাষার দক্ষতা বিকাশের জন্য চালু করল ‘হোম ল্যাঙ্গুয়েজ’

Published: 31 October 2022
পোস্ট ডেস্ক


এডুগ্লোবাল যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক ও শিশুদের বার্মিংহাম, ৩০ অক্টোবর ২০২২: আন্তর্জাতিক শিক্ষাসংস্থান ‘এডুগ্লোবাল’ যুক্তরাজ্যে চালু করল তাঁদের নতুন ডিজিটাল কোর্স ‘হোম ল্যাঙ্গুয়েজ’। এটি এমন একটি কোর্স যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মাতৃভাষার দক্ষতা বিকাশে সহায়তা করবে যাঁরা এখনও পর্যন্ত নিজেদের স্থানীয় ভারতীয় ভাষা বা মাতৃভাষা শেখার পর্যাপ্ত সুযোগ লাভ করে উঠতে পারেননি । বিভিন্ন ধরণের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কোর্সটি বেসিক, কমফোর্ট এবং স্মার্ট – এই তিনটি স্তরে যথাক্রমে তৈরী করা হয়েছে। কোর্সের বিভিন্নতা অনুযায়ী এটি তিন, ছয় এবং বারো মাসে ভাগ করা হবে।

সপ্তাহান্তের এই ক্লাসগুলির দায়িত্বে থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা। মৌলিক স্তরে, শিক্ষকরা বর্ণমালা শিখতে (পড়া ও লেখা উভয়ই) শিক্ষার্থীদের সাহায্য করবেন এবং প্রতিটি শব্দের ধ্বনি শিখতে ও উচ্চারণ করতে সাহায্য করবেন। প্রাথমিক বাক্য গঠনের জন্য শিক্ষার্থীরাও সহজ শব্দ শিখবেন প্রাথমিক পর্যায়ে। ‘কমফোর্ট’ লেভেলে শিক্ষার্থীদের অপেক্ষাকৃত জটিল শব্দ শেখানো হবে যেগুলি ভাল দক্ষতা এবং সঠিক ব্যাকরণ সহ ভাষার প্রয়োগের জন্য ব্যবহার করা হবে। ‘স্মার্ট’ লেভেলের শেষে শিক্ষার্থীরা তাঁদের ভাষায় সাবলীল ও পারদর্শী হয়ে যাবেন বলে আশা করা যায়। কোর্সটির শেষে তাঁরা মাতৃভাষায় লেখা, পড়া এবং কথা বলার জন্য নিজেদের সহকর্মী এবং পরিবারের সঙ্গে সহজেই কথা বলতে সক্ষম হবেন।

চ্যানেল এস টিভির আয়োজনে বার্মিংহামের স্হানীয় এম টি ক্যাটারিং হলে ‘হোম ল্যাঙ্গুয়েজ’-এর আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল গত রবিবার ৩০ অক্টোবর। চ্যানেলে এস পরিবারের বার্মিংহাম মিডল্যাডের ব্যুরো প্রধান আশরাফ আহমেদ ও চ্যানেল এস-এর প্রতিনিধি আতিকুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে উপস্হিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এম. বি. ই, তফাজ্জুল হোসেন চৌধুরী, কমরেড মসুদ আহমেদ, ফয়েজ উদ্দিন এম. বি. ই, বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ, নাসির উদ্দিন হেলাল, মোহাম্মদ সানু, কবির উদ্দিন , মোহাম্মদ আশরাফ, তাজ সলিসিটরের জেমস রায়, জলিল আহমদ, কায়সারুল ইসলাম সুমন, সৈয়দ শহীদ আলী, ওবায়দুল হক খোকন প্রমুখ।

‘এডুগ্লোবাল’-এর ডিরেক্টর স্বাতী চক্রবর্তী জানিয়েছেন, “আমাদের কোর্সটি উপলব্ধ বাংলা, হিন্দি, গুজরাটি, তামিল, অসমীয়া, নেপালি, ওড়িয়া, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, তেলেগু এবং মালায়ালম ভাষায়৷ এই উদ্যোগের পিছনে আমাদের ধারণা যে এই তিন ধরণের কোর্স যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক এবং শিশু যাঁরা বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের মাতৃভাষা জানা ও শেখা থেকে বঞ্চিত থেকেন এখনও অবধি তাঁদের এক নতুন দিশা দেখানো। আমরা আশাবাদী আমাদের এই উদ্যোগের ব্যাপারে এবং বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাঁদের ভাষা।”

‘এডুগ্লোবাল ইউ কে’-র ডিরেক্টর সায়ন্তন দাস অধিকারী জানান, “দুই বাংলার প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলাভাষা চর্চার বা শেখার বিষয়ে রয়েছে অনীহা। কি ভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষাকে জনপ্রিয় করা। তাঁদের বাংলা ভাষায় কথা বলতে আগ্রহী করা যায় এমন চিন্তা নিয়েই আমরা এনেছি এই ডিজিটাল কোর্স হোম ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি কোর্স যা শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্কদের মাতৃ ভাষার দক্ষতা বিকাশে সহায়তা করবে।”

এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে www.eduglobal.co-এ।