ভাত না খেয়ে ৩০ বছর পার করলেন আবির চাঁন!

Published: 14 November 2022

বিশেষ সংবাদদাতা :


মানিকগঞ্জের সাটুরিয়ায় জন্মের ৫০ বছর পর্যন্ত ভাত খেলেও তারপর কোনোদিন ভাত খাননি এমন এক মানুষের খোঁজ পাওয়া গেছে। আবির চাঁন নামের ওই ব্যক্তির দাবি- ৩০ বছর ধরে কোনোদিন ভাতের থালায় হাত দেননি তিনি। এমনকি কেউ ভাত খেলে তার পাশে থেকেও ভাত খাওয়ার লোভ হয় না তার।

আবির চাঁনের বর্তমান বয়স ৮৫ বছর। উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে তার বাড়ি।

সরেজমিন জানা গেছে, উপজেলার বরাইদ ইউনিয়নে তাঁতপল্লী খ্যাত আগসাভার গ্রামে তাঁতি পরিবারে সন্তান আবির চাঁন। মরহুম বেন্দু মল্লিকের পুত্র আবির চাঁনের জন্ম ১৯৩৮ সালে। দুই পুত্র তিন কন্যার পিতা তিনি। পৈতৃক পেশায় তিনি একজন তাঁত শ্রমিক। জীবনের শেষ অধ্যায়ে এসেও কোনোদিন ভাত খাচ্ছেন না তিনি। আত্মীয় পরিজনেরা দাওয়াত দিলে জানিয়ে দেন শর্ত। রুটি খেতে দেওয়ার ব্যবস্থা হলে দাওয়াত রক্ষা করা সম্ভব। ষাটোর্ধ এই মানুষটি রুটি, পাউরুটি, কলা, দুধ-মাছ ও সবজি খেয়ে জীবন ধারণ করছেন ৩০ বছর ধরে।

আবির চাঁন বলেন, জন্মের পর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত ভাত খেয়েছি। তারপর কোনোদিন ভাত খাইনি। ছোটবেলা থেকেই ভাত খাওয়ার প্রতি অনীহা ছিল তার। সামান্য খেলেও বমি হয়ে যেত। তারপর থেকে আর ভাত খাওয়া হয়নি। আমার সামনে কেউ ভাত খেলে আমার কোনো খাওয়ার রুচি হয় না। স্বাচ্ছন্দ্যে সংসারের নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

প্রতিবেশী বরাইদ ইউপি সদস্য রমজান আলী বলেন, ছোটবেলা থেকে জানি- আবির চাঁন ভাই ভাত খান না। সারা বছর রুটি ফলমূল খেয়ে থাকেন। তাই তাকে ‘রুটি বুইড়া’ বলে এলাকার সবাই চিনে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, মাছ-ভাত আমাদের দেশে প্রধান খাবার। ভাত না খেয়ে অন্য খাবার খেয়ে জীবন চলা সম্ভব। তবে পুষ্টির জন্য মাঝে মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া প্রয়োজন।