জামিনে মুক্ত হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হত্যা মামলার আসামি

Published: 18 November 2022

পোস্ট ডেস্ক :


বরিশালে এক হত্যা মামলার আসামি কারাগার থেকে মুক্তি পেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মো. শাহাজাহান ব্যাপারী (৫৯) জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাহাজাহান মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার মৃত কদম ব্যাপারীর ছেলে।

তিনি মুলাদী উপজেলায় মনির হাওলাদার (২২) হত্যা মামলার আসামি ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার জামিন হয় শাহাজাহানের। বিকেলে জেল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে মোটরসাইকেল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

গত ২৪ মে চর কমিশনার গ্রামের ঘেরের পাশে মনিরের দুই চোখ উপড়ানো ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন শাহাজাহান। তাঁকে পুলিশ গ্রেপ্তার করে ৭ নভেম্বর আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন শাহাজাহান। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।