প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ফখরুল ইসলামের ইন্তেকাল

Published: 3 December 2022

পোস্ট ডেস্ক :


আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা, শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতীব, সিলেটের জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুল ইসলাম ছাহেব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমরাহর জন্য সফররত অবস্থায় শুক্রবার রাতে তিনি পবিত্র মক্কা মুকাররামায় ইন্তেকাল করেন।

হযরত মাওলানা ফখরুল ইসলাম শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন এবং আলেমে দ্বীন মাওলানা হাফেজ আব্দুল হাকিম ছিলেন তাঁর ছোট ভায়রা ভাই।

সারা জীবন দ্বীনের খিদমতের পাশাপাশি মাওলানা ফখরুল ইসলাম এতীম-অনাথ-দুঃস্থ মানুষের সাহায্যার্থে গড়ে তুলেছেন শিক্ষা ট্রাস্ট, এতীমখানা এবং হাসপাতাল। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ ও মাওলানা আব্দুল কুদ্দুছ। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত চেয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য প্রার্থনা করেন।