রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট

Published: 4 December 2022

পোস্ট ডেস্ক :


ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষ্যে ঐতিহাসিক রাজ মুকুটে কিছুটা পরিবর্তন আনা হবে। ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি এরই মধ্যে প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।

নতুন রাজা যে মুকুটটি মাথায় রাখবেন, তার উপরের অংশটি বেগুনি রঙের।

এর উচ্চতা ৩০ সেন্টিমিটার এবং এটি বেশ ভারী।
ওই মুকুট রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় শেষবার পরেছিলেন। সামনের বছরের ৬ মে রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানি কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন।