স্পেনে সেতু থেকে নদীতে পড়লো বাস, নিহত ৭

Published: 27 December 2022

পোস্ট ডেস্ক :


স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু অতিক্রমের সময় একটি বাস নদীতে পড়ে অন্তত সাত জন নিহত হয়েছেন। পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী বাসের চালকসহ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে মোট নয়জন যাত্রী ছিল বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, প্রায় ৩০ মিটার বা ৯৮ ফুট উঁচু থেকে বাসটি নিচে পড়ে যায়। নদীতে এসময় প্রচুর স্রোত ছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বাস চালকের এলকোহল এবং ড্রাগ পরীক্ষা করা হয়েছে। তাতে তিনি পাস করেছেন। উদ্ধারকারী দলগুলি প্রাথমিকভাবে ছয়টি মৃতদেহ খুঁজে পায়।

পরে সোমবার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

একজন জীবিত যাত্রী বলেন, তার সঙ্গে থাকা বন্ধুর মরদেহ এখনও পাওয়া যায়নি। এরপর আবারও অপারেশন শুরু হয়। গার্ডিয়া সিভিল পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রথমে ওই নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হয়নি কারণ তার খবর চেয়ে কেউ আসেনি। পরে সোমবার সকালে নদীতে একটি হেলিকপ্টার থেকে তার মরদেহ সনাক্ত করা হয়।
ওই সেতুর সুরক্ষা বাধার একটি অংশ আগে থেকেই অনুপস্থিত ছিল। বাস নিচে পড়ে যাওয়ার পর বেঁচে যাওয়া একজন জরুরি লাইনে কল করেন। তিনি জানান, তাদের বাস নদীতে পড়েছে এবং এর ভেতরে দ্রুত পানি ঢুকে পড়ছে। এই ফোনের কারণে উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।