আরও আধুনিক করা হচ্ছে এফ৩৫ জঙ্গিবিমান: যুক্তরাষ্ট্র
পোস্ট ডেস্ক :

অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান আবারও আধুনিকায়ন করা হচ্ছে। এ জন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লোকহিড মার্টিনের সঙ্গে ৭৮০ কোটি ডলারের চুক্তি করেছে দেশটির সরকার।
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, জঙ্গিবিমান আধুনিকায়ন করার অংশ হিসেবে লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে আরও অনেক এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।
লকহিড মার্টিন কোম্পানির তথ্যমতে, স্টিলথ প্রযুক্তিসমৃদ্ধ এফ৩৫ জঙ্গিবিমান হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী, টিকে থাকার যোগ্য এবং এযাবৎকালে যত যুদ্ধবিমান নির্মাণ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন।
গত বছর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে লকহিড কোম্পানি ১৪২টি এফ৩৫ জঙ্গিবিমান দিয়েছে।
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের মধ্যে বর্তমানে পূর্ব ইউরোপে বেশ কিছু এফ৩৫ জঙ্গিবিমান মোতায়েন করা আছে।