আত্মজীবনীতে প্রিন্স হ্যারির নানা গোপন কথা
পোস্ট ডেস্ক :
প্রিন্স হ্যারির আত্মজীবনী নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি এই বই প্রকাশিত হতে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আত্মজীবনীতে প্রিন্স হ্যারি অনেক গোপন কথা প্রকাশ করেছেন। তিনি এটাও জানিয়েছেন, কিশোর বয়সে তিনি কোকেনে অভ্যস্ত ছিলেন।
পারিবারিক অনেক কথাও তুলে ধরেছেন প্রিন্স হ্যারি। তিনি আত্মজীবনীতে লিখেছেন, তার স্ত্রী মেগানকে নিয়ে প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার একবার ঝগড়া হয়। উইলিয়াম তখন তাকে মেরে মাটিতে ফেলে দেন।
বইটিতে প্রিন্স হ্যারি আরও জানিয়েছেন, তারা দুই ভাই বাবা এবং এখন যুক্তরাজ্যের রাজা চার্লসকে বারবার অনুরোধ করেছিলেন, তিনি যেন ক্যামিলাকে বিয়ে না করেন।
এদিকে ২৫ জন আফগান তালেবানকে হত্যার কথাও প্রকাশ করেছেন তিনি। এতে বিপাকে পড়েছেন হ্যারি। এ নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে।