গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
পোস্ট ডেস্ক :

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। খবর তাসনিম নিউজের।
তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম ১৬-এর হয়ে দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন বলে দাবি ইরানের।
ইরানের গণমাধ্যম জানায়, আকবরির স্ত্রী মরিয়ম জানিয়েছে— গত ১১ জানুয়ারি কর্তৃপক্ষ আলিরেজার সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারকে কারাগারে যেতে বলেছে। তাকে নির্জন কারাকক্ষে স্থানান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।
২০০১ সাল পর্যন্ত ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আকবরি। ইরানের দাবি, মূলত তিনি ছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের ‘মূল গুপ্তচর’।
ইরানি গোয়েন্দারা তাকে ধরার জন্য মিথ্যা তথ্য দিয়ে তার গুপ্তচরবৃত্তির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসে তিনি প্রায়ই গিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম-১৬-এর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাদের নিয়মিত ইরানের গোপন তথ্য সরবরাহ করতেন।