লন্ডন থেকে নওয়াজের নির্দেশনা নির্বাচনের প্রস্তুতি নিন

Published: 16 January 2023

পোস্ট ডেস্ক :


লন্ডন থেকেই দলকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ওদিকে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশে আগাম নির্বাচন দাবি করছেন। তার এ দাবির কাছে যেন কেন্দ্রীয় সরকারের জোট ব্লাকমেইলের শিকার না হয়, সে আহ্বান জানিয়েছেন নওয়াজ। একই সঙ্গে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ভিডিও লিংকের মাধ্যমে দলীয় গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দেন তিনি। সেখানে তার দিকনির্দেশনা তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য ডন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঞ্জাবের গভর্নর বালিঘুর রেহমান। এরপর বালিঘুর বলেছেন, প্রদেশটির মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি পাঞ্জাব প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করার পরামর্শ দিলে তিনি তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন। বালিঘুর রেহমান টুইটে বলেছেন, পাঞ্জাব প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করার প্রক্রিয়ার অংশ হতে চাই না আমি। বরং সংবিধান ও আইনকে তাদের নিজস্ব ধারায় চলতে দেয়ার পক্ষে আমি।

সংবিধান এ বিষয়ে পরিষ্কার পথ বলে দিয়েছে।
ধারণা করা হচ্ছে নওয়াজ শরীফ এবং শেহবাজ শরীফ এই দুই ভাই এরই মধ্যে অন্য দলগুলোর নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন। তারপর গভর্নরকে পরিষদ বিলুপ্ত করার পক্ষে স্বাক্ষর না করাতে রাজি করিয়েছেন। যদি এই ধারা ধরে রাখতে পারে, তাহলে পিএমএলএনের অবস্থান শক্তিশালী হবে। কারণ, প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করার বিরোধী পিএমএলএন।

এর আগে মডেল টাউনে একটি মিটিংয়ে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন দলের সিনিয়র নেতারা। দলের সুপ্রিমো নওয়াজ শরীফ ছাড়াও এতে যোগ দেন পিএমএলএনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। বৈঠকের পর পিএমএলএন বলেছে, বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরীফ। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। বলেছেন, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে। এ ছাড়া কারা কারা দলীয় মনোনয়ন পাবেন তা ঠিক করতে দলীয় পার্লামেন্টারি একটি বোর্ড গঠন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজকে। তিনি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের পূর্ণ্যােদ্যমে, আস্থার সঙ্গে জয়ের মনোভব নিয়ে মাঠে নেমে পড়তে বলেছেন।

মিটিংয়ের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আতাউল্লাহ তাতার সাংবাদিকদের বলেছেন যে, মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ জানাবেন না তারা। নির্বাচনে পিএমএল কি তার মিত্রদের, বিশেষ করে পিপিপির সঙ্গে অংশ নেবে। এমন প্রশ্নের জবাবে তারার বলেন, সময়ই সব বলে দেবে।