ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন- বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করলো ভারত সরকার

Published: 22 January 2023

পোস্ট ডেস্ক :


বিবিসির করা একটি ডকুমেন্টারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের নিরপেক্ষবাদ এবং সুপ্রিম কোর্টের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন ওঠায় এই তথ্যচিত্রটির প্রদর্শন ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ভারত সরকারের তথ্য সম্প্রচার সচিব অপূর্ব চন্দ নিজের অধিকার বলে আইটি এ্যাক্ট অনুযায়ী তথ্য চিত্রটির ইউটিউব লিংক বাতিল করেছেন এমনকি এই তথ্যচিত্র সম্পর্কিত ৫০টি টুইটও মুছে দিয়েছেন। ভারত সরকার মনে করছে যে, এই তথ্যচিত্রের মাধ্যমে ভারতের একটি নেতিবাচক মানসিকতা তুলে ধরা হচ্ছে। ইউটিউবকেও অনুরোধ জানানো হয়েছে যে তারা যেন এই ছবির স্ট্রিমিং না করে। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, তথ্যচিত্রটি দেখানো হলে প্রধানমন্ত্রী মোদির ইমেজের ক্ষতি হত বলে তা দেখানো হচ্ছে না। দেখে মনে হচ্ছে দেশে অলিখিত সেন্সরশিপ চলেছে।