২০ দিনে প্রবাস আয় ১৩১ কোটি ৫২ লাখ ডলার

Published: 24 January 2023

পোস্ট ডেস্ক :


দেশে চলমান তীব্র ডলার সংকটের সময় প্রবাস আয়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩১ কোটি ৫২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই ডলারের মধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, যা ১০৯ কোটি ৯৯ লাখ ডলারের রেমিট্যান্স। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে তিন কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলার।

গত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় সাত কোটি ডলার বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাস আয় হয়েছিল মোট এক হাজার ৪৯ কোটি ৩২ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৩ কোটি ৯৫ লাখ ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২৫ কোটি ৩৭ লাখ ডলার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা।

২০২১-২০২২ অর্থবছরে প্রবাস আয় ছিল দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে যা দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার ছিল।