ইসরাইল-ফিলিস্তিন সহিংসতার মধ্যে ব্লিনকেনের শান্তি মিশন

Published: 31 January 2023

পোস্ট ডেস্ক :


ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। একের পর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করছে ইসরাইল। আবার তাদের সিনাগগে হামলায় নিহত হয়েছে ৭ জন। তবে এই হামলায় ফিলিস্তিনিরা জড়িত বলে দাবি করা হয়। একের পর এক যখন দখলীকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পে লাশ ফেলছে ইসরাইল, তখন দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি প্রথমেই পৌঁছেন মিশরে। সোমবার তার পৌঁছার কথা জেরুজালেমে। সেখানে সাক্ষাৎ করার কথা ইসরাইলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এরপর মঙ্গলবার তার আলোচনার কথা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
ইসরাইলে নতুন ডানপন্থি সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে অনেক আগেই সফরের পরিকল্পনা করেছিলেন ব্লিনকেন।