পাকিস্তানে সরকার পরিবর্তনের পরীক্ষা ব্যর্থ প্রমাণ হয়েছে: ইমরান খান

Published: 13 February 2023

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার পরিবর্তনের পরীক্ষা যে ব্যর্থ হয়েছে, সেটি বুঝতে পেরেছে দেশটির সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সেনাবাহিনীর নতুন নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে যে, রিজাইম চেঞ্জের (ক্ষমতা পরিবর্তন) পরীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।’

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান। তখন থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দায়ী করে আসছিলেন তিনি। সেই সঙ্গে তাকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পিটিআইপ্রধান জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের দায়িত্বের সঙ্গে সঙ্গে কর্তৃত্বও অবশ্যই থাকতে হবে। সেটি না হলে কোনো দেশের সিস্টেম ফেল (যাবতী ব্যবস্থাপনা ব্যর্থ) করবে। এ ক্ষমতা ও কর্তৃত্ব তাকে জনগণ ভোটের মাধ্যমে দিয়েছিল। ক্ষমতা ও কর্তৃত্ব আলাদা হতে পারে না। দুটো বিষয় আলাদা হলে কোনো ব্যবস্থা কাজ করবে না।

তিনি বলেন, ‘কর্তৃত্ব যদি সেনাপ্রধানের হাতে থাকে, আর দায়িত্ব যদি থাকে প্রধানমন্ত্রীর হাতে, তা হলে কোনো সিস্টেম কাজ করবে না।’

প্রধানমন্ত্রী থাকাকালে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল— এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সব নীতি নির্ভর করে এক ব্যক্তির ওপর। ‘সেনাবাহিনী (পাকিস্তান) বলতে একক ব্যক্তিকে বোঝায়, তিনি হলেন সেনাপ্রধান। সুতরাং বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বোঝাপড়া নির্ভর করে একক ব্যক্তির ওপর।’