নেদারল্যান্ডস ছাড়তে হবে রুশ কূটনীতিকদের

Published: 19 February 2023

পোস্ট ডেস্ক :


গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে নেদারল্যান্ডস ছাড়তে বলা হয়েছে।

শনিবার ডাচ সরকারের তরফ জানানো হয়, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ করবে। আর হেগে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ কূটনীতিকের সংখ্যা কমাবে। খবর আলজাজিরার।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানায়, মস্কো কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গুপ্তচর আনার চেষ্টা করছে। এমন অভিযোগে কিছু রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন কূটনীতিককে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি ডাচ সরকার।

নেদারল্যান্ডস এই বিবৃতি দেওয়ার একই সময়ে রাশিয়া সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট বা মস্কোর দূতাবাসে কাজ করবেন- এমন ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।