টরন্টোতে আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছে নিবিড়!

Published: 20 February 2023

বিশেষ প্রতিনিধি :


গত ১৩ ফেব্রুয়ারি সোমবার টরন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত এবং একজন আহত হন; সেই দুর্ঘটনার পেছনে এখন নানামুখী ঘটনা বেরিয়ে আসছে। টরন্টো ও ঢাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এবং প্রচার হচ্ছে একের পর এক কাহিনী। রহস্যাবৃত থেকে উন্মোচিত হচ্ছে নতুন নতুন বিষয়- আর্থিক, ভায়োলেন্স, নারী ঘটিত ঘটনাও।

অভিজ্ঞ মহল মনে করছেন- সড়ক দুর্ঘটনায় বেঁচে থাকা নিবিড় কুমার দে জড়িয়ে যেতে পারে আইনি জটিলতায়। তার জিরো টলারেন্স অপরাধ সম্পর্কে টরন্টো পুলিশ কর্মকর্তা OPP Sgt. Kerry Schmidt মন্তব্য করেছেন- ‘very violent collision’। নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন আইনজীবী বলেছেন, এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে নিবিড়কে আটক করা হতে পারে এবং কানাডা থেকে বহিস্কার করা হতে পারে।

কারণ, প্রথমত: ৪০ মাইল স্পিডের রাস্তায় ১৪০ মাইল উপরে স্পিডে গাড়ি চালানো, দ্বিতীয়ত: দুর্ঘটনায় কবলিত BMW-এর CXKT-768 গাড়ির লাইসেন্স জটিলতা, তৃতীয়ত: এটেম্পট টু মার্ডার। চতুর্থত: লাবিবের গাড়ির সঙ্গে গাড়ি রেসিং করা।

এদিকে, নিহত আরিয়ান দীপ্তর মা রেজিনা সুলতানা নিবিড়ের লাইসেন্স স্থগিত, নিবিড়ের সঙ্গে এক ফ্ল্যাটে থাকা, লাবিবের জ্যাকেট হারানো এবং ১,৮০০ ডলার জরিমানা, ছেলেকে মারধর করা, বাসা থেকে বের করে দেওয়া এবং অনিচ্ছা স্বত্তেও দ্বীপ্তকে গাড়িতে নিয়ে যাওয়া ইত্যাদি ঘটনা তুলে বলেন, এটা নিছক মৃত্যু বা সড়ক দুর্ঘটনা নয়; এটা পরিকল্পিত হত্যা! এই প্রশ্ন তুলে বিষয়টি সুরাহা করতে তদন্তের দাবি জানিয়েছেন দীপ্তের পরিবার।

একই সঙ্গে দীপ্তের বাবা এটিএম আলমগীর নিহত শাহরিয়ার খান মাহির বাবা শরিফ উদ্দিন খান এবং অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈ’এর বাবা জেমস সুনাম বাড়ৈ সঙ্গে যোগাযোগ করছেন আইনের আশ্রয় নেওয়ার জন্য।

উল্লেখ্য, দীপ্তের বাবা আলমগীর জানিয়েছেন আরো চমকে দেওয়া ঘটনা। উশৃংখল নিবিড় এবং শ্রেয়ার মধ্যে ‘সম্পর্ক’ ছিলো। তারা বাসায় নিয়মিত পার্টি করতো। শ্রেয়া বন্ধু হিসেবে দীপ্তকেও পছন্দ করতো। ফলে নিবিড় এবং দীপ্তের মধ্যে বন্ধুত্বের ফাটল ধরে।

নিবিড় সুস্থ হলেই হয়তো তা তদন্ত শুরু হবে। টরন্টো পুলিশও সেই দিকে নজর রাখছে।

উল্লেখ, নিহত দীপ্ত (২০) টরন্টোর হাম্বার কলেজ, শাহরিয়ার (১৭) জর্জ ব্রাউন কলেজ এবং শ্রেয়া (১৭) ইউনিভার্সিটি অফ টরন্টোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতো। আর কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় (২১) পড়তো সেনেকা কলেজে।