ঝিনাইদহে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

Published: 21 February 2023

বিশেষ সংবাদদাতা :


ঝিনাইদহের কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিল বিএনপির নেতা-কর্মীরা। কলেজের গেটের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীদের মুখোমুখি হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। চলে ইটপাটকেল ছোঁড়াছুড়ি। একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু’জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা ক্লিনিকে চিকিৎসা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ বলেন, কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় ছাত্রলীগের মিছিল তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

অপর দিকে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, সকালে কালীগঞ্জ কাঁচা বাজারে বিএনপি নেতা-কর্মীরা ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে মারাত্মক জখম করে। তারা প্রশাসনের আয়োজনে বের হওয়া শোভাযাত্রায়ও হামলা করে বলে তিনি অভিযোগ করেন।