৪ ঘণ্টা ধরে রূপগঞ্জে জ্বলছে সুতার কারখানা

Published: 28 February 2023

বিশেষ সংবাদদাতা :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে (সুতার কারখানা) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সাড়ে ১২টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে যাচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম সায়েদ জানান, এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করছে। ফলে আশপাশের এলাকায় আগুন ছড়াতে পারেনি। আশপাশ এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

ডেমরাডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, আগুনের সূত্রপাতের বিষয় এখনো জানা যায়নি। আমরা দুপুর ২টা ২০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।