অভিবাসন বিলের বিরুদ্ধে লন্ডনের রাজপথে নামলেন হাজার হাজার বিক্ষোভকারী

Published: 19 March 2023

পোস্ট ডেস্ক :
বৃটিশ সরকারের অবৈধ অভিবাসন বিলের বিরুদ্ধে লন্ডনের রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন হাজার হাজার বিক্ষোভকারী। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ডনে বিবিসি সদর দফতরের বাইরে পোর্টল্যান্ড প্লেসে জড়ো হয়েছিলেন । তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিলো- শরণার্থীদের এখানে স্বাগত জানাই।

এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলো ‘স্ট্যান্ড আপ টু রেসিজম গ্রুপ’, সঙ্গে ছিলো ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, মুসলিম এবং ইহুদি সমাজের পাশাপাশি বেশ কয়েকটি ইউনিয়ন ও পরিবেশবাদী সংগঠন। বিক্ষোভকারীরা কনজারভেটিভ পার্টির অভিবাসন নীতি প্রত্যাখ্যান করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানের সমালোচনা করেছে। সমাবেশের সময় বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিলো -”নির্বাসন বন্ধ করুন”, ”রুয়ান্ডা ফ্লাইট বন্ধ করতে হবে ” এবং “আশ্রয় চাওয়া অপরাধ নয়”-এর মতো একাধিক বার্তা। পরে বিক্ষোভকারীরা ডাউনিং স্ট্রিটের দিকে মিছিল করে যায়। আনাদোলুর সাথে কথা বলার সময় মেলি নামের একজন বিক্ষোভকারী বলেন যে, যারা দেশে এসেছেন তাদের পাশে থাকার জন্য বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তিনি মনে করেন শরণার্থীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা উচিত । সরকারের রুয়ান্ডা পরিকল্পনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের মতে – “এটি বেআইনি, কারণ প্রত্যেকেরই একটি পছন্দ থাকা উচিত, রুয়ান্ডা পরিকল্পনাটি অনেক অভিবাসীদের জন্য চাপ এবং ট্রমা সৃষ্টি করেছে।”

এই বছরের মার্চ মাসে যুক্তরাজ্য সরকার “অবৈধ অভিবাসন বিল” এনেছে।

যার মারফত অভিবাসন নিয়ম লঙ্ঘন করে যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বা এসেছেন এমন ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে অপসারণের বিধান দেয়। বৃটিশ স্বরাষ্ট্র সচিব মাইগ্রেশন বিল উত্থাপন করার পর, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বলেছে যে, যুক্তরাজ্যের শরণার্থী বিল আন্তর্জাতিক আইনকে ‘ক্ষুণ্ণ’ করবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) এক বিবৃতিতে বলেছে, বৃটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান এই সপ্তাহে একটি অবৈধ অভিবাসন বিল উত্থাপন করেছেন যার উদ্দেশ্য ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছানো মানুষদের পথ আটকানো। বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন যে, অভিবাসীরা অবৈধভাবে নৌকায় করে বৃটেনে আসবে তাদের আটক করা হবে, স্থানান্তর করা হবে এবং দেশে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। গত বছর ৪৫,০০০ এরও বেশি মানুষ ছোট নৌকায় অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে ।