ট্রাম্প কি গ্রেপ্তার হচ্ছেন?

Published: 31 March 2023

পোস্ট ডেস্ক :


মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেয়ার মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় বিচারের সম্মুখীন হলেন।

২০১৬ সালে নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখতে অনৈতিক এ কাজ করেছিলেন বলে অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। গুরুতর এ অভিযোগ করেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল। পরে এ বিষয়ে নিউইয়র্কের আদালতের ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার এ বিষয়ে ট্রাম্পকে অভিযুক্ত করেন নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। তবে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের অভিযুক্ত হওয়ায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তবে আগামী সপ্তাহে ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মামলার বাদি স্টর্মি ড্যানিয়েল জানান, সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তাকে। এদিকে এ সম্পর্কের কথা বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।