বিকিনি সদৃশ পোশাক পরে মেট্রোতে তরুণী!

Published: 6 April 2023

পোস্ট ডেস্ক :


ভারতের রাজধানী নয়া দিল্লিতে মেট্রোরেলে আজব পোশাকে দেখা গেলো ১৯ বছরের এক তরুণীকে। শুধুমাত্র বিকিনি সদৃশ পোশাক পরেই তিনি চড়েছেন মেট্রোতে। প্রচণ্ড ভিড়ের মধ্যেই এমন উদ্ভট পোশাকে নির্বিকারভাবে চলছিলেন তিনি। যদিও আশেপাশে যারা ছিলেন তারা এই ঘটনায় অনেকটাই হতভম্ব হয়ে গেছেন। সেই ভিডিও নিয়ে গত একদিনে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীকে এখন ‘দিল্লির উরফি’ ও ‘উরফি জাভেদ লাইট’ বলে ডাকা হচ্ছে। বলিউড তারকা উরফি জাভেদ বিভিন্ন সময়ে উদ্ভট পোশাক পরার জন্য খবরের শিরোনাম হন। তবে মেট্রোর এই তরুণী উরফিকেও হার মানিয়েছেন। জানা গেছে তার নাম রিদম চানানা। এদিকে এ নিয়ে কোনো বিতর্ক এড়াতে আগেভাগেই নতুন গাইডলাইন জারি করেছে দিল্লি মেট্রো। এতে বলা হয়েছে, ‘আমাদের সব যাত্রীকে মেট্রোর মতো গণপরিবহণে শোভন পোশাক পরার অনুরোধ করা হচ্ছে’।

তবে মেট্রো কর্তৃপক্ষের এই বার্তার পর এর জবাব দিয়েছেন ওই তরুনী।

তিনি বলেন, তিনি যে পোশাক পরেছিলেন তাতে দোষের কিছু নেই, বরঞ্চ যারা তার ভিডিও করেছেন অপরাধী তারাই। তিনি আরও বলেন, উরফি জাভেদকে দেখে তিনি অনুপ্রাণিত নন। তিনি কী পরবেন, তা সম্পূর্ণ তার বিষয়, তাকে সেটা কেউ বলে দেবে না। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে সেই তরুণী দাবি করেন, তার বয়স ১৯ বছর। আমি কোনও পাবলিসিটি স্টান্টের জন্য এই কাজ করছি না। তিনি আরও জানান যে, তার এই ধরনের পোশাকে পরিবারের সদস্যরা খুশি নয়। এমনকী প্রতিবেশীদের থেকেও হুমকি শুনতে হয়েছে সেই তরুণীকে।