নাইটক্লাবে স্বল্পবসনা যুবতীকে ধরে আছাড় মারলো নিরাপত্তাকর্মী, ভাইরাল

Published: 8 April 2023

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। এতে দেখা যাচ্ছে বেশ কয়েক জন যুবতী টেক্সাসের একটি নাইট ক্লাবের বাইরে একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছেন। তাদের বারবার নিরস্ত করতে ব্যর্থ হয়ে অবশেষে সেখানকার এক নিরাপত্তারক্ষী এক যুবতীকে ধরে মাটিতে আছাড় মারেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায়। আর সেটিই পরে ভাইরাল হয়েছে টুইটার ও ফেসবুকে।

ডেইলি মেইলের খবরে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে টেক্সাসের স্যান অ্যান্টোনিওর একটি নাইট ক্লাবে। ভিডিওর প্রথম দিকে দেখা যায় বেশ কয়েকজন যুবতী একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছে নাইট ক্লাবের বাইরে। প্রায় এক ডজন মানুষকে মারামারি করতে দেখা যায়। এমন সময় এক নিরাপত্তারক্ষী এসে তাদের মধ্যে একজনকে ধরে শূন্যে তুলে রাস্তায় আছড়ে মারেন। এতে মারাত্মক আহত হন ওই নারী।

ভিডিওতে দেখা যায়, আছড়ে মারার সময় তার ব্যাগ থেকে বেশ কিছু ডলার চারদিকে ছড়িয়ে পড়ছে। এই ভিডিওটি শুধুমাত্র টুইটারেই ৫০ লাখের বেশি মানুষ দেখেছেন।

ভাইরাল হয়েছে ফেসবুক ও টিকটকেও। ভিডিওতে দেখা গেছে, মারামারি করা অন্যদের ক্ষেত্রে এতটা কঠোর ছিলেন না ওই নিরাপত্তাকর্মী। তাদেরকে পিপার স্প্রে দিয়েই নিরস্ত করেন তিনি।
এখন পর্যন্ত ওই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তারা যেই সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি জানিয়েছে, একসঙ্গে ছয়টি লড়াইর ঘটনা ঘটেছিল সেখানে। অথচ সেখানে মাত্র দুই জন নিরাপত্তাকর্মী ছিলেন। তাদেরকে তাই কঠিনভাবে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তারা পুলিশকে ফোন করেছিলেন কিন্তু পরিস্থিতি অপেক্ষা করার মতো অবস্থায় ছিল