মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী  সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

Published: 23 April 2023

বিশিষ্ট কমিউনিটি নেতা আবু তাহের চৌধুরীর বড় ভাই মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী  সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী ও সাবেক নোটারি পাবলিক, লেখক-গবেষক সৈয়দ জয়নাল আবেদীন আর নেই । তিনি ২৩ এপ্রিল রোববার সকাল পৌনে ৭টায় মৌলভীবাজার শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

রোববার বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার টাউন ইদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং বিকেল ৫টায় শহরের নিকটবর্তী নিজ গ্রাম কুইসারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয় । মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

উল্লেখ্য, সৈয়দ জয়নাল আবেদীন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর বড় ভাই। আবু তাহের চৌধুরী তাঁর ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশে গেছেন । তাঁর মৃত্যুতে দেশে বিদেশে শোকের ছায় নেমে এসেছে।

জয়নাল আবেদীনের মৃত্যূতে শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক বাংলা পোষ্টের অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘ সিলেট জেলা সেক্রেটারি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, সাংবাদিক মকিস মনসুর, সাংবাদিক আজাদুর রহমান আজাদ, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ও অরগেনাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার কেন্দ্রীয় সেক্রেটারী তোফাজ্জল হোসেন চৌধুরী

এছাড়াও, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের পক্ষে শোক প্রকাশ করেছেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সেক্রেটারি খান জামাল নুরুল ইসলাম ও ট্রেজারার আফসার উদ্দিন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি