এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত লিটন
পোস্ট ডেস্ক :

তামিম ইকবালের অবসরে ওয়ানডে দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন লিটন।
বৃহস্পতিবার আচমকা সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর রাতেই বিসিবি জরুরী সভার আয়োজন করে। এরইমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক ঘোষিত হন লিটন দাস। আজ গণমাধ্যমের গত রাতের বিসিবির সভা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। এতেই মেজাজ হারান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ‘ভাই, প্রেস কনফারেন্সটা কি গতকালের কোনো বিষয় নিয়ে হচ্ছে? তাহলে লিটন দাস এখানে থাকার চেয়ে, না থাকা ভালো। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডেকে কথা বলতে পারেন। আমি গতকালের বিষয় নিয়ে কথা বলতে এখানে আসিনি।’
তামিমের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়ে লিটন বলেন, ‘দুপুর ১টায় আমি খবর পাই।
আমি অনেক দিন ধরে তার সঙ্গে খেলেছি। তার এমন একটা সিদ্ধান্ত আমরা কেউই আঁচ করতে পারিনি। কিন্তু এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। তিনি এত বছর ধরে বাংলাদেশকে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে আমি সম্মান জানাই। আমার মনে হয়, সবারই করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।’