রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

Published: 10 July 2023

বিশেষ সংবাদদাতা :


কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী কমান্ডার হুসেন মাঝি নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, পুলিশের সঙ্গে গোলাগুলিতে একাধিক হত্যা মামলার আসামি হুসেন মাঝি নিহত হন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়।

অন্যান্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।