পদত্যাগ করলেন সিঙ্গাপুরের পার্লামেন্ট স্পিকার ও নারী এমপি

Published: 17 July 2023

পোস্ট ডেস্ক :


নিজেদের মধ্যে অনুপযুক্ত সম্পর্কের কারণে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের পার্লামেন্ট স্পিকার তান চুয়ান-জিন এবং নারী এমপি চেং লি হুই। সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সাংবাদিকদের কাছে তিনি বলেন, আমি মনে করি একজন এমপির সঙ্গে স্পিকারের সম্পর্ক থাকা অনুপযুক্ত একটি বিষয়। এ খবর দিয়েছে দ্য বিজনেস টাইমস।

খবরে জানানো হয়, প্রেমের টানে আগেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তান চুয়ান-জিন। অপরদিকে নিজের আসন ও পিপলস একশন পার্টি থেকে থেকে পদত্যাগ করেছেন চেং। সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী লি বলেন, ২০২০ সালের সাধারণ নির্বাচনের পরই তিনি জানতে পারেন যে চেং ও তানের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে তিনি এ বিষয়ে চুপ ছিলেন। গত ফেব্রুয়ারিতে তান পদত্যাগের সিদ্ধান্ত নিলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করলেও তাকে আরও কিছু সময় দায়িত্ব পালন করে যেতে বলেন। পাশাপাশি ওই সময় নিজেদের মধ্যেকার এই সম্পর্ক স্থগিত রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী লি।

কিন্তু সম্প্রতি তিনি আবারও জানতে পারেন যে, চেং ও তানের মধ্যেকার সম্পর্ক দায়িত্ব পালনরত অবস্থাতেই অব্যাহত রয়েছে।

এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে, তানকে এখনই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। তিনি বলেন, এভাবে আর চলতে পারে না। এমন অবস্থায় দলের সেক্রেটারি-জেনারেল হিসেবে আমার দায়িত্ব তাদের সঙ্গে বোঝাপড়া করা এবং সবকিছু সঠিক রাস্তায় নিয়ে আসা।
প্রধানমন্ত্রী লি জানিয়েছেন, আগামী ১লা আগস্টের মধ্যেই নতুন স্পিকার মনোনীত করা হবে। এর আগে ডেপুটি স্পিকার জেসিকা তান স্পিকারের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা পদত্যাগপত্রে তান বলেন, আমার উচিৎ ছিল আরও উচ্চ স্টান্ডার্ডস ধরে রাখা। কিন্তু আমার ভুলের কারণে স্পিকার হিসেবে আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় আমার দায়িত্বে থাকা পার্লামেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং এ নিয়ে কোনো আপোষ করা উচিৎ নয়।