রয়েল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট এর সর্বপ্রথম বাৎসরিক সম্মেলন

Published: 24 July 2023

২১শে জুলাই, ২০২৩, বৃটেনে কর্মরত বাংলাদেশী মনোচিকিৎসকদের সংগঠন, BBPA (British Bangladeshi Psychiatrists Association), পূর্ব লন্ডনে অবস্থিত রয়েল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট (Royal College of Psychiatrists, UK) এর লন্ডন হেডকোয়ারটারে তাদের সর্বপ্রথম বাৎসরিক সম্মেলনের আয়োজন করে।

উদ্বোধনী বক্তব্যে BBPA প্রেসিডেন্ট ডাঃ আনিস আহমেদ BBPA উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন। এই সম্মেলনে রয়েল কলেজের প্রেসিডেন্ট ডাঃ লাদে স্মিথ, রেজিস্ট্রার ডাঃ ট্রুডি সেনেভেরাত্নে সহ অন্যান্য প্রথিতযশা মনোচিকিৎসক- প্রফেসর কাজী হক, প্রফেসর পিয়াল সেন, প্রফেসর নন্দিনী চক্রবর্তী, ডাঃ অনন্ত দেব প্রমুখ ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশী সহ অন্যান্য এথনিক মাইনোরিটি কমিউনিটির মানসিক স্বাস্স্থ্য সমস্যা ও চিকিতসা ব্যবস্থাপনা সমস্যার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন। ডাঃ লাদে স্মিথের প্রান্জল ও গুরুত্বপূর্ন বক্তব্যে বিশেষ ভাবে উঠে আসে রয়েল কলেজ কিভাবে BBPA সহ অন্যান্য এথনিক মাইনোরিটি অর্গানাইজেশনের সাথে একত্রে কাজ করে বাংলাদেশীসহ মাইনোরিটি কমিউনিটির কৃষ্টি ও সংস্কৃতির সাথে সামন্জষ্যপূর্ন মানসিক স্বাস্থ্য ও চিকিতসা ব্যবস্থাপনার উন্নয়ন করা যায়।

মনোরোগ বিশেষজ্ঞ ছাডাও এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশী বংশদ্ভুত বৃটেনের হাউস অব লর্ডসের সম্মানীত সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন, হাউস অব কমন্স এর বেথনাল গ্রীন ও বো সংসদীয় আসনের এর সম্মানীত এম পি রুশানারা আলি, মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কর্মী পপি জামান, ইমরান চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাব্রিনা হুসাইন। তাছাড়া অনিবার্য কারনে উপস্থীত না থাকতে না পারলেও লিখিত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন এম জি মওলা মিয়া, প্রেসিডেন্ট- UKBCCI. BBPA( British Bangladeshi Psychiatrists Association) সভাপতি ডাঃ আনিস আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ সুমন আহমেদ এবং কোষাধ্যক্ষ ডাঃ তাইম পাঠান সম্মেলনের সার্বিক তত্তাবধানে ও BBPA সদস্যবৃন্দ, মনোচিকিৎসক, স্থানীয় জিপি সহ অন্যান্য পেশাজীবীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ সম্মেলন যা বাংলাদেশীসহ ব্রিটেনের এথনিক মাইনোরিটি কমিউনিটির মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে ভুমিকা রাখবে।

BBPA রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্টসহ ও অন্যান্য স্থানীয় কমিউনিটি সংগঠনের সাথে এ বিষয়ে এক যোগে কাজ করবে। সমাপনী বক্তব্যে BBPA জেনারেল সেক্রেটারী ডাঃ সুমন আহমেদ সংগঠনের প্রতিষ্টাতা সেক্রেটারী ডাঃ হামিদুল হক কে পরিচয় করিয়ে দেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডাঃ এম এ মজিদ সহ BBPA’র প্রতিষ্টা ও উন্নয়নে সংশ্লিষ্ট সব সদস্যদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি রয়েল কলেজ কর্তৃপক্ষসহ সম্মেলনের প্রস্তুতিতে ভুমিকা পালনকারী ও অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Press release