টাকার জন্য সৌদিতে গেছেন রোনালদো

Published: 28 July 2023

পোস্ট ডেস্ক :


সৌদি আরবের প্রো লিগে খেলেছেন নাইজেরীয় তারকা ওডিয়ন ইঘালো। তিনি বলেছেন শুধুমাত্র টাকার জন্যই তিনি এই কাজটি করেছেন। তার দাবি পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানোর রোনালদোও একই কাজটি করছেন। শুধুমাত্র টাকার লোভেই তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। সেখানে ফুটবলের প্রতি কোন আবেগ নেই।

আল হিলালের হয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতা ছিলেন নাইজেরীয় তারকা ইঘালো। মৌসুম শেষে অবশ্য তিনি ক্লবটি ছেড়ে দিয়েছেন। তার দাবি কেবল অর্থের লোভেই তিনি মধ্যপ্রাচ্যের দেশেটিতে পাড়ি জমিয়েছিলেন। রোনালদোও একই কাজ করেছেন। যোগ দিয়েছেন আল নাসরে। যেখানে এখন যুক্ত হয়েছেন করিম বেনজেমা।

ওমা স্পোর্টস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ইঘালো বলেন, ‘তরুণ বয়সে অবশ্যই আপনার আবেগ থাকবে। ওই সময় আপনি টাকার বিষয়টি আমলেই নিবেন না। কিন্তু যখন আমার মতো বয়স হবে, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমি জানিনা ক্যারিয়ার এক বছর থাকবে, নাকি দুই বছর। কখন সৃষ্টিকর্তা সেটি বন্ধ করতে বলবেন।’

তিনি আরও বলেন, ‘আমি জানি এটি তিন বছরের বেশি হবে না। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি। এখন খেলছি অর্থের লোভে। আমি ওইসব খেলোয়াড়দের মতো নই যে বলে বেড়াবো আমি ভালবাসার কারণে খেলছি। দিন শেষে সেখানে অর্থের হাতছানি।’

এরপর রোনালদোর প্রসঙ্গ টেনে ইঘালো বলেন, ‘রোনালদো কি ভালবাসার টানে খেলছেন? আমি সারা জীবনে যা আয় করেছি, তার অন্তত শতগুণ বেশি অর্থ আয় করেছেন তিনি। তারপরও তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি আবেগের তাড়নায় গেছেন? আসলে টাকার জন্য গেছেন।’