সিয়াটলে টেইলর সুইফটের কনসার্টে ২.৩ মাত্রার ভূমকম্প!

Published: 30 July 2023

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের এক কনসার্টে ভূমিকম্প তৈরি করেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতের কনসার্টে মোট ১ লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ডক্টর জ্যাকি ক্যাপলান-অরবাক জানিয়েছেন, টেইলর সুইফটের কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি এবং কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।
টেইলর সুইফটের এ কনসার্ট ২০১১ সালের ‘বিস্ট কোয়েক’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। ‘বিস্ট কোয়েক’ ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হয়েছিলো। যার ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান এবং সুইফটের কনসার্টের ভূকম্পন থেকে ০.৩ কম।

এই বিষয়ে সুইফট তার ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন “সিয়াটেল সত্যিই আমার প্রিয় উইকএন্ডগুলির মধ্যে একটি ছিল। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। ”