আকাশছোঁয়া দুঃসাহসী রেমি লুসিডের মৃত্যু

Published: 31 July 2023

পোস্ট ডেস্ক :


ঐতিহাসিক সব অবকাঠামো, আকাশচুম্বী ভবন খালি হাতে, কোনো সুরক্ষা ছাড়াই আরোহন করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ৩০ বছরের যুবক রেমি লুসিডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত রেমি এনিগমা নামে। সবচেয়ে উঁচু ভবন, ক্রেন, সেতু, তোরণ এমনকি ট্রান্সমিটারে একইভাবে আরোহন করে সৃষ্টি করেছেন ইতিহাস। কিন্তু হংকংয়ে একটি স্কাইস্ক্র্যাপারের ৭২১ ফুট উপর থেকে পড়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্তমহলে শোকের ছায়া বিরাজ করছে। তিনি হংকংয়ের আবাসিক এলাকায় ট্রেগান্টার টাওয়ারের ৭২১ ফুট ওপরে ৬৮তম তলায় পৌঁছে গিয়েছিলেন। সেখানে ভবনটির এক প্রান্তে দাঁড়িয়ে এই এডভেঞ্চারপ্রিয় রেমি ছবি তোলেন। তাকে ভিতরে যাওয়ার জন্য জানালায় নক করেন একজন পরিচারিকা। কিন্তু কোনো সাহায্য তার কাছে পৌঁছার আগেই তিনি নিচে পড়ে মারা যান। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়।

এদিন স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে ফরাসি যুবক রেমি ওই টাওয়ারটিতে উঠে যান। তিনি নিরাপত্তা প্রহরীকে জানান, ৪০তম তলায় তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তিনি যে বন্ধুর নাম করেছেন, সেই বন্ধু তাকে চেনেন না। ফলে রেমি শুধুমাত্র নিরাপত্তার বিষয়কে পাশ কাটানোর জন্য এমন কথা বলেছিলেন। ওদিকে নজরদারিকারী ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৪৯তম তলায় লিফট থেকে বেরিয়ে আসেন রেমি। তারপর সিঁড়ি বেয়ে উঠে যান ৬৮তম তলা বা ছাদে। ছাদের দরজা তালাবদ্ধ ছিল। রেমি লুসিত তা শক্তি প্রয়োগ করে খুলে ফেলেন। ছাদ থেকে আরেকটি ছবি নিতে উদ্যত হন।
ইন্সটাগ্রামে পোস্ট করা অনেক ছবিতে তাকে দেখা গেছে সুউচ্চ বহু ভবনের একদম প্রান্তসীমায় দাঁড়িয়ে আছেন। যখন বৃহস্পতিবার পড়ে যান, তখনও তিনি তা-ই করার চেষ্টা করেছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে বলা হয়েছে, পরে পুলিশ তার স্পোর্টস ক্যামেরার সন্ধান পেয়েছে। এতে তার শেষ মুহূর্তের কঠিন সব শর্টসের ছবি ও ভিডিও আছে।