পাকিস্তানে ২ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

Published: 1 August 2023

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পোলিও টিকাদান দলকে পাহারা দেওয়ার সময় মঙ্গলবার দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ভাইরাসটি নির্মূল করতে ঝুঁকিপূর্ণ প্রচারে সর্বশেষ মৃত্যুর ঘটনা এটি।

পাকিস্তান ও আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে একটি কার্যকর ভ্যাকসিন থাকা সত্ত্বেও পোলিও মহামারি রয়ে গেছে। পাশাপাশি টিকাদানকারীদের পাহারার দায়িত্বে থাকা কর্মীদের ওপর ইসলামাবাদবিরোধী জঙ্গিদের হামলার ইতিহাস রয়েছে।

পুলিশ জানিয়েছে, বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার নাওয়া কিলি এলাকায় কর্মরত দুই নারী টিকাদানকারীর দলকে পাহারা দিচ্ছেন—এমন কর্মকর্তাদের ওপর মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি গুলি চালায়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আদিল আকবর বলেছেন, পুলিশ সদস্যরা ‘ঘটনাস্থলেই মারা যান’। তবে টিকাদানকারী দুই নারী একটি বাড়িতে নিরাপদে ছিলেন, যেখানে তারা শিশুদের টিকা দিচ্ছিলেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মাসুদ কাসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতরা পাকিস্তানের প্রান্তিক শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য।

তিনি বলেন, ‘আমরা পোলিও দলের ওপর হামলা ও সম্ভাব্য কোনো সাম্প্রদায়িক উপাদান জড়িত কি না—উভয় দিক থেকেই ঘটনাটি তদন্ত করছি।’
হামলার পর পোলিও টিকাদানকারী দলের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এবং টিকাদান কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে বলেও জানান কাসি।

এদিকে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত হওয়ার মাত্র দুই দিন পর এ হামলা হলো।

পাকিস্তান তালেবান একটি পৃথক গোষ্ঠী হলেও আফগান তালেবানদের সঙ্গে একই মতাদর্শ ধারণ করে। গোষ্ঠীটি এর আগে পোলিও দলের নিরাপত্তার দায়িয়ে থাকা কর্মকর্তাদের হত্যার দায় স্বীকার করেছিল।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তাননের আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কেন্দ্রীভূত জঙ্গি হামলা বৃদ্ধি পেয়েছে।

গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ অনুসারে, পাকিস্তানে এই বছর শুধু একটি পোলিও আক্রান্তের ঘটনা ঘটেছে, কিন্তু গত বছর এ সংখ্যা ছিল ২০।

এ টিকাদান কর্মসূচি মুসলমানদের নির্বীজিত করার একটি পশ্চিমা চক্রান্তের অংশ—কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীর ছড়ানো এমন ষড়যন্ত্র তত্ত্বের কারণে দেশটিতে এ রোগের অবসানের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।