আলাদা থাকার ঘোষণা কানাডার ট্রুডো দম্পতির

Published: 3 August 2023

পোস্ট ডেস্ক :


প্রেম দিয়ে শুরু হয়েছিল কানাডার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি গ্রেগোইর ট্রুডোর (৪৮) সম্পর্ক। তারপর চুটিয়ে ডেটিং। নৈশভোজ। সেখানে সোফিকে ট্রুডো জানিয়ে দিয়েছিলে- আমার বয়স এখন ৩১ বছর। এই ৩১টি বছর তোমার জন্য অপেক্ষায় আছি। কিন্তু আকস্মিক এমন কি হলো! সেই সম্পর্কে ঝড়ো বাতাস লেগেছে। এ কারণে তারা দীর্ঘদিন পর আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ১৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু ‘অর্থপূর্ণ ও জটিল আলোচনা’র পর তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামের এক পোস্টে তারা জানিয়েছেন, আলাদা হলেও গভীর ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে একটি ঘনিষ্ঠ পরিবার হিসেবেই থাকবেন তারা।

২০০৫ সালে মন্ট্রিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আছে তিনটি সন্তান। তারা হলো- জাভিয়ার (১৫), ইলা-গ্রেস (১৪) ও হ্যাড্রিয়েন (৮)। জাস্টিন ট্রুডোর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই দম্পতি আলাদা থাকার চুক্তিতে স্বাক্ষর করেছেন। তা সত্তেও তারা প্রকাশ্যে আসবেন একসঙ্গে। আগামী সপ্তাহে একটি পরিবার হিসেবে ছুটি কাটাতে যাবেন একসঙ্গে। এর অর্থ হলো তারা আলাদা থাকবেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটছে না।

বিবৃতিতে আরও বলা হয়, আইনগতভাবে আলাদা থাকার জন্য সিদ্ধান্ত নিশ্চিতে সব রকম ব্যবস্থা নিয়েছেন। সামনের দিনগুলোতে তারা এভাবে সময় কাটাবেন। সন্তানদের মঙ্গল কামনায় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন ট্রুডো দম্পতি। তারা আরও বলেছেন, ‘আলাদা হলেও আমরা একটি ঘনিষ্ঠ পরিবার হিসেবে গভীর ভালবাসা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখবো। আমরা যা গড়ে তুলেছি এবং ভবিষ্যতে যা গড়ব তার প্রতি শ্রদ্ধাশীল থাকবো’।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে এই দম্পতিকে একসঙ্গে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। যদিও তারা মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কানাডায় স্বাগত জানিয়েছেন। ২০১৫ সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। সে সময়ই প্রথম ‘ভোগ’ ম্যাগাজিনে এই দম্পতিকে নিয়ে লেখা প্রকাশ হয়। ওই ম্যাগাজিনকে সোফি ট্রুডো বলেছিলেন, তাদের প্রথম ডেটিংয়ের নৈশভোজ শেষে ট্রুডো তাকে বলেছিলেন- আমার বয়স ৩১ বছর। এই ৩১টি বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম।

২০২২ সালের মে মাসে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ইনস্টাগ্রামে দীর্ঘ রিলেশনশিপের চ্যালেঞ্জগুলো নিয়ে লিখেছেন সোফি ট্রুডো। তিনি লিখেছেন, আমরা রোদ্রকরোজ্বল দিন, ভারি ঝড়ো সময় এবং এর ভিতরের অনেক ঘটনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি। ২০১৪ সালে আত্মজীবনী প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে তিনি বিবাহিত জীবনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে বলেছেন। তিনি লিখেছেন- আমাদের বিবাহিত জীবন পারফেক্ট না। কঠিন উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তবে সোফি এখনও আমার বেস্ট ফ্রেন্ড, আমার পার্টনার, আমার ভালবাসা। আমরা একে অন্যের প্রতি সৎ। যখন কোনো কিছু আমাদেরকে আহত করে, তখনও আমরা এই সততা দেখাই।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রেম শুরু হয় এই যুগলের। ওই সময় সোফি একটি টিভিতে কাজ করছিলেন। তিনি মানসিক স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসে বিশৃংখলা বিষয়ক দাতব্য কাজের জন্যও সুপরিচিত। তবে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা অবস্থায় দাম্পত্যজীবনে স্ত্রীর সঙ্গে আলাদা থাকার ঘোষণা দেয়া দ্বিতীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রথমজন ছিলেন তারই পিতা প্রয়াত পিয়েরে এলিয়ট ট্রুডো। তার মা ছিলেন মার্গারেট ট্রুডো। তারা ৬ বছর একসঙ্গে থাকার পর ১৯৭৭ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন। পরে বিবাহ বিচ্ছেদে সেই সম্পর্ক শেষ হয়।