চট্টগ্রামে প্রাইভেট কারের ওপর আছড়ে পড়লো ৪০ টনের লরি, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৩ যাত্রী

Published: 5 August 2023

বিশেষ সংবাদদাতা :


চট্টগ্রামের ফৌজদারহাটে একটি প্রাইভেট কারের ওপর আচড়ে পড়েছে বন্দর থেকে আসা ৪০ টন ওজনের কন্টেইনার বোঝাই লরি। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভেতরে থাকা ৩ যাত্রীকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে প্রাইভেট কারের চালক সামান্য আহত হয়েছেন।

আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কেডিএস কোম্পানির একটি কন্টেইনারবাহী লরিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে যাচ্ছিলো। এসময় হঠাৎ এটি উল্টে গিয়ে পাশের প্রাইভেট কারে গিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালকসহ ৩ যাত্রীকে দেড় ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করেছে। এতে ৩ যাত্রী অক্ষত আছেন। তবে চালককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। যাত্রীদের বিস্তারিত পরিচয় জানা এখনো জানা যায়নি।