খালেদা জিয়ার অসুখে নতুন উপসর্গ, থাকতে হবে হাসপাতালে

Published: 10 August 2023

পোস্ট ডেস্ক :


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুখে নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, ‘বিদেশে তার চিকিৎসা করাতে হবে।

রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।’
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে।
দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।