‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার

Published: 10 August 2023

পোস্ট ডেস্ক :

জনগণের নৈতিকতা বিষয়ক উদ্বেগের কারণে হিট সিনেমা ‘বার্বি’ নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বার্বির পাশাপাশি একজন ট্রান্সজেন্ডার অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত আরও একটি হরর চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এএফপির।

কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুনাকে বলেছেন, ‘বার্বি’ এবং ‘টক টু মি’ উভয়ই সিনেমাই এমন ধারণা এবং বিশ্বাসের ভিত্তিতে নির্মিত যা কুয়েতি সমাজ এবং জনশৃঙ্খলার সঙ্গে যায় না।

যেকোন বিদেশি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কমিটি সাধারণত সেই দৃশ্যগুলোকে সেন্সর করার নির্দেশ দেয় যা জনসাধারণের নীতি-নৈতিকতার বিপরীত। কিন্তু যখন কোনো সিনেমা এলিয়েন ধারণা, বার্তা বা অগ্রহণযোগ্য আচরণ বহন করে তখন কমিটি সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ জিনিসগুলো আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো নিয়মিতভাবে এলজিবিটিকিউ প্রমোট করে এমনসব সিনেমাকে সেন্সর করে থাকে। সব কয়টি দেশেই সমকামিতা কঠোরভাবে নিষিদ্ধ।

সম্প্রতি দেশগুলো জুন মাসে সমকামিতা প্রচার করার অভিযোগে স্পাইডার-ম্যান অ্যানিমেশন নিষিদ্ধ করেছে। অ্যানিমেশনটির একটি দৃশ্যে এলজিবিটি প্রাইডের পতাকা ছিল বলে জানা গেছে।

তবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমা বার্বি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে দেখানো হচ্ছে।

অপরদিকে লেবাননে সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মোর্তাদা বুধবার বলেছেন, তিনি কথিতভাবে ‘সমকামিতার প্রচারের’ কারণে কর্তৃপক্ষকে বার্বি সিনেমা নিষিদ্ধ করতে বলেছেন। যদিও ছবিটিতে সমকামী সম্পর্ক বা অদ্ভুত থিমগুলোর কোনও স্পষ্ট উল্লেখ নেই৷‘টক টু মি’ সিনেমাটিও আমিরাতি এবং সৌদি থিয়েটারে দেখানো হয়েছে। এতে অস্ট্রেলিয়ান ট্রান্সজেন্ডার অভিনেতা জো টেরাকসকে দেখানো হলেও স্পষ্ট কোনো এলজিবিটি রেফারেন্স নেই বলে জানা গেছে।