রাখাইন থেকে পালানোর সময় সমুদ্রে বোট ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৩০

Published: 12 August 2023

পোস্ট ডেস্ক :


মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালানোর সময় বোট ডুবে কমপক্ষে ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কমপক্ষে ৩০ জন নিখোঁজ আছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আট জনকে। তারা বলেছেন, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বোটটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। গত রোববার তাদেরকে সমুদ্রে পরিত্যক্ত ফেলে যায় ক্রুরা। প্রতি বছরই মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশে ভয়ঙ্কর সমুদ্রযাত্রার মাধ্যমে পৌঁছার চেষ্টা করেন হাজার হাজার রোহিঙ্গা। মিয়ানমারে নিষ্পেষণ থেকে এবং বাংলাদেশের গাদাগাদি করে থাকা আশ্রয়শিবির থেকে পালাতে চেষ্টা করেন। একটি উদ্ধারকারী টিম বিবিসিকে বলেছে, সর্বশেষ মৃতদের মধ্যে আছেন ১৩ জন নারী ও ১০ জন পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

মৃতদেহগুলো অন্য বোটগুলো উদ্ধার করেছে। আবার কিছু মৃতদেহ সমুদ্র সৈকতে ভেসে আসে। রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে বিশাল এক ঢেউয়ে তাদেরকে বহনকারী বোটটি ডুবে যায়। জীবিত উদ্ধার করা ব্যক্তিরা বলেছেন, তারা মালয়েশিয়া পৌঁছে দেয়ার জন্য জনপ্রতি চার হাজার ডলার করে দিয়েছেন পাচারকারীদের হাতে। এরপর তাদেরকে নিয়ে সমুদ্রের মাঝে ফেলে তারা পালিয়ে যায়।