বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা, সংঘর্ষ

Published: 15 August 2023

বিশেষ সংবাদদাতা :


বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন কর্মীকে আটকও করে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত চলছিল। তখন কিছু জামায়াত কর্মী গায়েবানা জানাজা শুরু করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের ধাক্কা-ধাক্কি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর নামাজের পর বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করেন জামায়াতের নেতাকর্মীরা। এরপর বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে বিক্ষোভ শুরু করে।