আকাশ থেকে পড়লো বরফের খণ্ড, তারপর …

Published: 21 August 2023

পোস্ট ডেস্ক :


একটি বড় বরফের খণ্ড আকাশ থেকে পড়ে ম্যাসাচুসেটসের একটি বাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। জেফ ইলগ এবং তার স্ত্রী অ্যামেলিয়া রেইনভিল অনুমান করছেন যে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী একটি বিমান থেকে ওই বরফ পড়েছিল। ১৫ থেকে ২০ পাউন্ড ওজনের বরফের টুকরোটি বাড়ির ছাদে পড়ার পর দম্পতি বা তাদের দুই সন্তানের কেউই আহত হননি বলে জানা গেছে। তাঁরা জানাচ্ছেন , প্রথমে একটি বিস্ফোরণের মত শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা ভেবেছিলো বুঝি বজ্রপাত হচ্ছে। হঠাৎ ছাদের ওপর কিছু গড়ানোর শব্দ শুনতে পেয়ে তাঁদের সন্দেহ হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে তারা বিষয়টির তদন্ত করছে। দম্পতি জানাচ্ছেন , বরফটি পড়ার সময় ওপরের ঘরে তাঁদের সন্তানেরা ঘুমাচ্ছিলো। বাড়ির চারপাশ ঘুরে অবশেষে তাঁরা আবিষ্কার করেন ছাদের ভাঙা অংশ নিচে পড়ে আছে। বরফের আঘাতে বাড়ির ছাদে গর্ত হয়ে গেছে।

বিষয়টি দেখার পর জেফের স্ত্রী অ্যামেলিয়া পুলিশকে বিষয়টি জানান। বরফের আঘাতে ছাদের বাইরের দিকে ১৮ ইঞ্চি মতো গর্ত তৈরি হয়েছে , তবে ভিতরের ক্ষতি আরও বড় ছিল। ইলগ এবং তার স্ত্রী ব্যাগে ১০পাউন্ড (চার কিলোগ্রাম) বরফ সংগ্রহ করেছিলেন।