সিইসির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

Published: 27 August 2023

বিশেষ সংবাদদাতা :


ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উৎসাহিত করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে। এছাড়া তিনি নির্বাচনের প্রস্ততি ও সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রবিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে সারাহ কুক সাংবাদিকদের বলেন, আমরা স্বাধীন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছি।

প্রধান নির্বাচন কমিশনার এবং তার দলের সঙ্গে আমার এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। গঠনমূলক আলোচনা হয়েছে।
পরে সিইসি সাংবাদিকদের বলেন, বিভিন্ন বিষয় আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে। তিনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন।

তিনি অতিরিক্ত যেটা বলেছেন সেটি হচ্ছ, নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয়।
আলোচনায় গণমাধ্যমের ভূমিকা উঠে এসেছে জানিয়ে সিইসি বলেন, পর্যবেক্ষকের বিষয়টা আলোচনা হয়েছে। আমরা বলেছি স্বচ্ছতার ওপর জোর দেবো। এ জন্য পর্যবেক্ষক এবং গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করবো।

কারণ, নির্বাচনের যে একটা দর্পণ তা প্রতিফলিত হবে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে। তিনি (সারাহ) বলেছেন গণমাধ্যমের জন্য যে নীতিমালা হয়েছে- সেখানে পারমিশন (অনুমতি) নিয়ে যেতে হবে। আমরা বলেছি পারমিশন বলে কিছু ছিল না। শেষ পর্যন্ত গণমাধ্যম থেকে যে দাবিটা আসছে সেটা হলো মোটরসাইকেলের বিষয়। আমরা বলেছি একটা কারণে এটা বাদ দিয়েছিলাম।