অল স্টার ব্রাজিলিয়ান জু জিৎসু ইউকে প্রতিযোগিতায় আল সাফওয়ান উদ্দীনের কৃতিত্ব

Published: 10 September 2023

স্টাফ রিপোর্টার :


অল স্টার ব্রাজিলিয়ান জু জিৎসু ইউকে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আল সাফওয়ান উদ্দীন গোল্ড মেডেল লাভ করেছে।

শনিবার ৯ই সেপ্টেম্বর ২০২৩ইং স্পোর্টসডক ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, অল স্টার ব্রাজিলিয়ান জু জিৎসু ইউকে চ্যাম্পিয়নশিপ তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। আর এতে দুটিতে অংশ গ্রহণ করেন আল সাফওয়ান উদ্দীন। প্রতিযোগিতায় তিনি গোল্ড মেডেল জয় করেন।

আল সাফওয়ান উদ্দীন এর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে। তার পিতার নাম জবলু উদ্দিন।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন লিজিয়ন গ্র্যাপলিং একাডেমি কোচ ডাঃ আমির ইসলামী, সামল মিয়া, রূহুল আমিন, তাফসির আহমদ, সিরাজ, রিয়াদ।

আল সাফওয়ান উদ্দীন তার এই কৃতিত্বের কারণে বাবা-মা এবং যুক্তরাজ্যের বাংলাদেশী সম্প্রদায়কে গর্বিত করেছেন।

আল সাফওয়ান উদ্দীন যুক্তরাজ্যে একজন বক্সার ছিলেন এবং প্রাক্তন বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলেন। তিনি তরুণ প্রজন্মের জন্য খেলাধুলা এবং মার্শাল আর্ট এগিয়ে নিতে চান।
আল সাফওয়ান উদ্দীন জানান, তিনি এই কম্পিটিশনে যাওয়ার উদ্দেশ্য হলো বাংলাদেশকে তুলে ধরা এবং ব্রিটেনের বাঙালি কমিউনিটিকে তুলে ধরা এবং মুসলিম জাতিকে তুলে ধরা।