ইসরাইলের দখলে গাজা!

Published: 11 October 2023

পোস্ট ডেস্ক :


হামাসের কাছ থেকে গাজা ভূখ- ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানাল দখলদার ইসরাইল। তবে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার মানুষ। এমন যুদ্ধবিধ্বস্ত ইসরাইলের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্থনি ব্লিঙ্কেন।

মঙ্গলবার ইসরাইলের তরফে জানানো হয়, গাজাকে হামাসের কাছ থেকে ‘উদ্ধার’ করা গিয়েছে। সেনা সূত্রে খবর, গাজার ১২টি শহর থেকে হামাস ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও ভূখ-ের দক্ষিণ অঞ্চলটি ইতিমধ্যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইল। তবে গাজা ও ইসরাইল মিলিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। হামাসকে আইসিসের মতো ভয়ানক জঙ্গি হিসাবে আখ্যা দিয়ে তোপ দেগেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরাইলের এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বিগ্ন তাদের দোসর আমেরিকা। সেদেশের বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। হামাসের হাতে পণবন্দিও রয়েছেন মার্কিন নাগরিকরা। হামাসের মোকাবিলা করতে ইসরাইলকে আরও বেশি সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, হামাসের এই হামলা আসলে শয়তানের কাজ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ইসরাইলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। গতকালই প্রতিনিধি দলের সঙ্গে রওনা দেন তিনি। দপ্তরের তরফে জানানো হয়, ইসরাইলের পাশে থাকার বার্তা দিতেই সেদেশে যাবেন ব্লিঙ্কেন। বিশেষত ইসরাইলের মানুষের অবস্থা নিয়েও কথা বলবেন তিনি। আজ ইসরাইলে পৌঁছনোর পরে জর্ডনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন ব্লিঙ্কেন।

গাজায় ২০ হাজারেরও বেশি ঘরবাড়ি, ১০ হাসপাতাল ধ্বংস : গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২,৬৩৯টি আবাসিক ভবন এবং দশটি চিকিৎসা সুবিধা ধ্বংস হয়েছে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৪৮টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উপত্যকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে।

আটকা পড়েছে সাধারণ মানুষ : গাজা উপত্যকায় ইসরাইল বৃষ্টির মতো বোমা ফেলছে। দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে অবরুদ্ধ লোকজন। গাজার অবরুদ্ধ অঞ্চল থেকে বেরিয়ে আসার একমাত্র পথ মিসরের রাফাহ সীমানা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় ইসরাইলি বিমান চালানোয় মিসর ওই সীমানা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, রাফাহ সীমানা খোলা থাকলেও সেটি পার হওয়ার হওয়ার জন্য গাজাবাসীকে তাদের নাম তালিকাভুক্ত করতে হয়।

সাম্প্রতিক হামলার কারণে দীর্ঘ অপেক্ষার তালিকা আটকা পড়েছেন এই মানুষেরা। মঙ্গলবার সকালেও এই সীমানা খোলা ছিল- তবে ওই সীমানা দিয়ে শুধু তারাই পার হতে পেরেছে যাদের নাম সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই তালিকাভুক্ত ছিল। গাজা থেকে মিসরে প্রবেশ করতে হলে অন্তত দুই দিন আগে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে একটি তালিকায় নাম লিপিবদ্ধ করতে হয়। তাই অনুমোদন নেই এমন কেউ এই সীমানা পার করতে পারছেন না, পারাপারের বিষয়ে ফেসবুক পেজে আজ বেশ কয়েকটি পোস্টে এসব তথ্য স্পষ্ট করে বলা হয়েছে। যেহেতু গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব সরকারি ভবন বর্তমানে বন্ধ বা ধ্বংস হয়ে গেছে, তাই বর্তমানে নতুন করে কাউকে তালিকায় যুক্ত করা যাচ্ছে না।

যুদ্ধাস্ত্র নিয়ে ইসরাইলে পৌঁছেছে প্রথম মার্কিন বিমান : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রেস সার্ভিস জানিয়েছে, ইসরাইলি সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র বোঝাই প্রথম মার্কিন বিমানটি গতকাল ভোররাতে দেশে পৌঁছেছে। ‘মার্কিন যুদ্ধাস্ত্র বোঝাই প্রথম বিমানটি ইসরাইলে অবতরণ করেছে। উন্নত গোলাবারুদ সহ বিমানটি গত রাতে নেভাটিম এয়ারবেসে অবতরণ করেছে,’ আইডিএফ প্রেস সার্ভিস একটি বিবৃতিতে বলেছে, উল্লেখযোগ্য স্ট্রাইক চালানো এবং অতিরিক্ত পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো পাঠানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সাধারণ শত্রুরা জানে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা শক্তিশালী এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল কারণ।’ মধ্যপ্রাচ্যে সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের ভূখ-ে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। হামাস বলেছে যে, জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে তারা হামলা করেছে। ইসরাইল যুদ্ধের জন্য এবং গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র : আলজাজিরা, বিবিসি, তাস।