যৌনতা নিয়ে পার্টনারের অশালীন মন্তব্য, বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী

Published: 22 October 2023

পোস্ট ডেস্ক :


দীর্ঘদিনের বয়ফ্রেন্ড, পার্টনার আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আন্দ্রে গিয়ামব্রুনো একজন টিভি সাংবাদিক। নারী সহকর্মীদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে অশালীন মন্তব্য করেছেন তিনি। সেই মন্তব্যকে কেন্দ্র করে ১০ বছরের এই পার্টনারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মেলোনি। তিনি বলেছেন, এই সম্পর্ক টিকে ছিল ১০ বছর। এখানেই এর সমাপ্তি ঘটছে। কিছু সময় ধরে আমাদের পথ ভিন্ন হয়ে গিয়েছিল। এখন সেটাকে স্বীকার করার সময় এসে গেছে। সম্প্রতি তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে পশ্চিমা মিডিয়ায় বিশাল করে রিপোর্ট প্রকাশ হয়েছে।

এই যুগলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৫ সালে।

বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও তাদের আছে সাত বছর বয়সী একটি কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেলোনি তার বয়ফ্রেন্ড আন্দ্রে গিয়ামব্রুনো’কে (৪১) ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ধন্যবাদ আমরা এতগুলো বছর একসঙ্গে চমৎকারভাবে সময় কাটিয়েছি। এ সময়ের জটিল বিষয়গুলোকে পিছনে ফেলে এসেছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার কন্যা জিনেভরাকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেছেন, যারা আমার পরিবারে আঘাত করে আমাকে দুর্বল করার চেষ্টা করেছেন, তাদের জানা উচিত যে, একফোঁটা পানিও পাথরকে ভাঙার আশা করতে পারে। কিন্তু একটি পাথর সব সময়ই পাথর। এক একটি ফোঁটা পানি তো পানিই।
আন্দ্রে গিয়ামব্রুনো এমন জটিল অবস্থার মধ্যে পড়েন ‘স্ট্রিসসিয়া লা নোটিজিয়া’ নামের একটি ব্যাঙ্গাত্মক টিভি কর্মসূচিতে অংশ নিয়ে। সেখানে তিনি ক্যামেরার বাইরে কিছু মন্তব্য করেন। এতে তিনি একজন নারী সহকর্মীর সঙ্গে উন্মাদনায় মেতেছেন বলে মন্তব্য করেন। তাকে তিনি বলেন- তুমি এত চালাক। কেন আরও আগে আমাদের দেখা হলো না? এ ছাড়া তিনি এক সময় নিজের বিশেষ অঙ্গকে চেপে ধরেছিলেন বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার তার অফ-এয়ার এসব কমেন্ট প্রচার করা হয়। এতে আন্দ্রে গিয়ামব্রুনোকে বলতে শোনা যায়, তিনি অন্য একজন নারী সহকর্মীর কাছে জানতে চাইছেন- তিনি সিঙ্গেল নাকি উন্মুক্ত সম্পর্কে জড়িয়ে আছেন। তিনি আরও বলেন, মিডিয়াসেট নামের টিভি কোম্পানিতে এসব বিষয় সবাই জানে। তুমিও জানো। এরপরই তিনি কয়েকজনে মিলে অবাধ যৌনাচারে লিপ্ত হওয়ার রেফারেন্স তুলে ধরেন। ওই নারী সহকর্মীকে প্রশ্ন করেন, তুমি কি আমাদের গ্রুপে যুক্ত হতে চাও, আমাদের গ্রুপে কাজ করতে চাও? এ সময় অন্য একটি কণ্ঠ আন্দ্রে গিয়ামব্রুনোর কাছে জানতে চান, যদি স্ট্রিসসিয়া তোমার এসব কথাকে রেকর্ড করে? জবাবে আন্দ্রে গিয়ামব্রুনো বলেন, আমি যা বলেছি তা কি খুবই বাজে? আমরা তো হাসাহাসি করছি। কৌতুক করছি।

এটাই আন্দ্রে গিয়ামব্রুনোরের প্রথম বিতর্কিত ঘটনা নয়। কয়েক মাস আগে তিনি মন্তব্য করেন, যুবতীরা মদ পান না করে ধর্ষণ এড়াতে পারেন। এ নিয়েও বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, যদি তুমি নাচতে চাও, তাহলে প্রতি রাতেই তোমাকে মদ পান করতে হবে।
এসব সহ্য করে নিতে পারেননি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি । প্রথমবার তিনি বলেছিলেন আন্দ্রে গিয়ামব্রুনোরের কথাকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু এবার ব্যাঙ্গাত্মক অনুষ্ঠানে যা বলেছেন আন্দ্রে গিয়ামব্রুনো তাতে মেলোনি মাথা ঠিক রাখতে পারেননি।