ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেয়ার আহ্বান

Published: 23 October 2023

পোস্ট ডেস্ক :


ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দিতে ব্রিটেন যে স্কিম চালু করেছিল, ফিলিস্তিনিদের জন্যেও তেমন স্কিম চায় আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের একটি জোট। গাজায় থাকা ফিলিস্তিনিদের আশ্রয় দিতে ব্রিটেন কী পদক্ষেপ নিতে পারে তার একটি ব্লুপ্রিন্টও তারা প্রস্তুত করেছে। বৃটিশ সরকারের প্রতি তারা ঝুঁকিতে থাকা ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে জানানো হয়, যেসব সংগঠন ওই আহ্বান জানিয়েছে তাদের মধ্যে রয়েছে- রিফিউজি কাউন্সিল, সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল, ডক্টর্স অব দ্য ওয়ার্ল্ড, হেলেন ব্যাম্বার ফাউন্ডেশন এবং সিটি অব স্যাংচুয়ারি। রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, ফিলিস্তিনের শরণার্থী সংকট প্রশমনে মধ্যে যুক্তরাজ্যকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সংঘাত যত বাড়ছে, উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুর সংখ্যাও বাড়ছে। তারা ভয়াবহ বিপদের মুখে রয়েছে। যেসব মানুষ তাদের নিজেদের বাড়িতে নিরাপদ ও সুরক্ষিত নয়, যুক্তরাজ্যের উচিৎ তাদের সহায়তায় দ্রুততার সঙ্গে জরুরি ব্যবস্থা গ্রহণ করা।

ওই প্রস্তাবে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের অনুরোধও জানানো হয়েছে। এর আগে ইউক্রেন ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে বিশেষ স্কিম চালু করেছিল ব্রিটিশ সরকার। ফিলিস্তিনিদের ক্ষেত্রেও সেটি অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

গত সপ্তাহে লেবার পার্টির আলফ ডাবসও একই আহ্বান জানিয়েছিলেন।