পাকিস্তানে ৯০ দিনের ডেডলাইনে নির্বাচন আয়োজন সম্ভব নয়

Published: 23 October 2023

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের সংবিধানে ৯০ দিনের যে ডেডলাইন আছে তার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এক পর্যবেক্ষণে এমনটা জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন চেয়ে করা এক পিটিশনের শুনানির সময় এই পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি। এ বিষয়ে তিন জন বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে। এতে কাজি ফায়েজ ইসা ছাড়াও আছেন বিচারপতি আতহার মিনাল্লাহ এবং বিচারপতি আমিন উদ্দিন খান।

জিও টিভি জানিয়েছে, সঠিক সময়ে নির্বাচন আয়োজনের জন্য ওই আবেদন করেছিল পিটিআই’র সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতি আবেদনকারীদের তাদের দাবির পক্ষে যুক্তি দিতে বলেন। কিন্তু এই পক্ষের আইনজীবীদের প্রস্তুতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এরপর আইনজীবী আবিদ জুবেরি ২০১৭ সালের উদাহরণ টানতে গেলে প্রধান বিচারপতি বলেন, তিনি অযৌক্তিক আলোচনা করছেন।

এই সময় বিচারপতি মিনাল্লাহ জানতে চান, ৯০ দিনের যে সময়সীমা সংবিধানে ঘোষণা করা আছে তা কবে শেষ হবে। তখন জুবেরি উত্তর দেন, আগামী ৩রা নভেম্বর এর শেষ দিন। তখন প্রধান বিচারপতি জানতে চান, যদি আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দেই, তাহলে কি সেটা আয়োজন করা সম্ভব হবে? তখন জুবেরি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ আসলেও এত কম সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

তখন প্রধান বিচারপতি বলেন, আবেদনকারীদের উচিৎ তাদের পিটিশন সংশোধন করা।

আদালত বড়জোর প্রেসিডেন্টকে নির্বাচনের একটি তারিখ দিতে নোটিশ পাঠাতে পারে।